স্পোর্টস ডেস্ক :
নর্থ সাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার যুবরা। এই ম্যাচে পাকিস্তানকে ১১৯ রানের বড় ব্যাবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক কায়েস আকরাম। ফলে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান করে। জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে ১৫৭ রান করতেই অলআউট হয়ে যায়।
টস হেরে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ক্যাম্পবেল কেলাওয়ে এবং টিগ ইউলি মিলে গড়েন ৮২ রানের জুটি। কেলাওয়ে আউট হয় ৪৭ রানে।
কেলাওয়ে আউট হওয়ার পর কলি মিলারকে সঙ্গে নিয়ে ১০১ রানের জুটি গড়েন ইউলি। ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি। আর কলি মিলার আউট হন ৬১ রানে। এরপর ক্রিজে কেউ বড় জুটি গড়তে পারেনি। অধিনায়ক কুপার কনোলি ৩৩ রানে, এইডেন কাহিল ১৮ রানে, লাসলান শ শূন্যরানে, এবং উইলিয়াম সালজম্যান ২৫ রান করে আউট হয়।
পাকিস্তান ব্যাটাররা ২৭৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি। মোহাম্মাদ শেহজাদ ৯ রানে, হাসিবুল্লাহ খান ১০ রান করে আউট হয়। আর আব্দুল ফাসিহ ও ইরফান খান মিলে বড় জুটি গড়ার চেষ্টা করলেও বেশি সময় ক্রিজে থাকতে পারেনি। আব্দুল ফাসিহ ২৮ রানে, ইরফান খান ২৭ রান করে আউট হয়।
তারা দুজন আউট হওয়ার পর আর কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। ফলে ১৫৭ রান করে অলআউট হয় পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন উইলিয়াম সালজাম্যান।