জিল্লুর রহমান পাটোয়ারী

6

শহীদ মিনার :

আমার ভাইয়ের রক্তে ঝরানো,
শহীদ মিনারের ফুল –
ফুলে ফুলে তাই সাজাই মালা,
ব্যথার বহে কূল।
লাল গোলাপের লালে লাল ফুলে,
শহীদ মিনারে দুখের হাসি –
রক্ত স্রোতের বহিছে বন্যা,
ব্যথা ভরা রাশিরাশি।
শহীদ মিনারে ফুলের মালা,
রক্তে রঙিন লাল –
মায়ের কান্না দুচোখের জল,
বাহান্ন একাত্তুর সাল।
পলাশ শিমুল লাল গোলাপের,
শহীদের গলায় মালা –
ছেলে হারানোর শোকের ব্যথায়,
মায়ের কান্না বুকের জ্বালা।