আজ বসন্ত এসেছিলো :
শেষমেশ রূপসি পৃথিবী হেলে যায়
টগবগে যুবক সূর্যের প্রেম প্রার্থনায়।
চুমুর শীৎকারে ঝরে পড়া উষ্ণতায়
বাউরি বাতাসের রৌদ্রস্নান, শিমুল
পালাশের পেলব গালে আগুনরঙা
গীতিকাব্যের আখ্যান। বৃক্ষে বৃক্ষে
স্বপ্ন দেখে নব কিশলয়। ফুলেদের
সাজ-সজ্জা খোঁজে অলির নিলয়।
অথচ আমার শীতাতুর এ অন্তরে
জল দাঁড়িয়ে আছে জানালা বরাবর।
কোকিলের ডাক যেন সমুদ্র-গর্জন!
আজ এখানে বসন্ত এসেছিলো ঠিক
যেন বৃদ্ধাশ্রম!-যেখানে চোখের জল
গ্লাসে ঢালা আর সমুদ্র-গর্জন শোনা
অনন্তর দুঃখগুলো সুখী করে তোলা;
নির্বাক কষ্টগুলোকে রূপ, রস ও গন্ধের
কেচ্ছা বলতে আজ বসন্ত এসেছিলো।