সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের মানুষের কল্যাণে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাইক্লোনের মতো একটি সংগঠন দীর্ঘ চলি¬শ বছর যাবত সমাজের উন্নয়নে কাজ করছে, এজন্য তারা অভিনন্দনযোগ্য। বিশেষ করে সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমে সাইক্লোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাইক্লোন অনেক প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি রম্যলেখক, সংগঠক এডভোকেট হারান কান্তি সেন সংবর্ধনা স্মারক ‘সাজিয়েছি বুনোপথ ফুল কলিতে’-এর প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত সতীর্থ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাইক্লোনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে এডভোকেট হারান কান্তি সেন, বিশেষ অতিথি হিসেবে লেখক-সংগঠক সেলিম আউয়াল বক্তব্য রাখেন। সাহিত্যকর্মী ইফতেখার শামীমের উপস্থাপনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট ছড়াকার আবদুস সাদেক লিপন ও আলোচনায় অংশ নেন কলামিস্ট সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, লায়ন্স ক্লাব অব হিলভিউ চট্টগ্রাম-এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক লায়ন মো. একরাম হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, মাসিক আল ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, বিশিষ্ট সংগঠক-ছড়াকার ধ্র“ব গৌতম, আবৃত্তিকার বিমল কর, ছড়াকার এডভোকেট বদরুল চৌধুরী, সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কবি মুক্তা বেগম, ঔপন্যাসিক আলেয়া রহমান, এপেক্সিয়ান ইফতেখার মনি, গল্পকার তাসলিমা খানম বীথি, লিটল ম্যাগ পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সল। অনুষ্ঠানে সাইক্লোনের ১৫৬তম সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন লিপি খান, আবদুস শহিদ, এম. আফজাল আহমদ, ছালিক আমিন, আবিদ কাওসার, ক্ষুদে বন্ধু নুহাশ এবং অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারি রায়হান কবির। বিজ্ঞপ্তি