বিদ্যুৎ অফিস ঘুষ চাওয়ার প্রতিবাদে দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ-বিক্ষোভ

36

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এম.বি.এ উপকেন্দ্র বরইকান্দি অফিস কর্তৃক বিকল ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার প্রদানে ব্যাপারে প্রায় লক্ষাধিক টাকা ঘুষ দাবী করার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
সোমবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর গ্রামের সর্বস্তরের জনতা সিলেট-কামালবাজার রোডের মিস্তরী জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করেন। এতে এই সড়ক দিয়ে যাতায়াতকারী যানবান আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ চলার পর দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ অবরোধের স্থানে উপস্থিত হয়ে এবং প্রবাসী হাজী তোফায়েল আহমদের অনুরোধে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন। এর আগে সকাল ৯ টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এম.বি.এ উপকেন্দ্র বরইকান্দি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এলাকাবাসী বিদ্যুৎ অফিসের সমানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী দেওয়ান আবুল খান, দেওয়ান আক্কদ খান, সৈয়দ মুতাহের আলী, সিরাজুল ইসলাম, হাজী আলাউদ্দিন, মোঃ সোনা মিয়া, দেওয়ান আলিজ খান, সিফত উল্লাহ, কাওছার আহমদ, সমাজসেবী সোনাহর আলী সোহেল, দেওয়ান নিজাম খান, দেওয়ান এনাম খান, নাসির আহমদ, রুমেল আহমদ, দেওয়ান রুবেল খান, দেওয়ান সামন খান, সৈয়দ আকছার আহমদ, আব্দুস সালাম, কামরুল ইসলাম, মুন্না আহমদ, আনছার আহমদ, জিবলু আহমদ, বাবু, সাহেদ আহমদ, রনি আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি