৩০ জানুয়ারি রাতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি সদর ধর্মমুখ বৌদ্ধবিহারের অধ্যক্ষ বিশুদ্ধা মহাথের ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের মিশুক চালক বলরামকে হত্যা, খুলনা খয়রা উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর নেতা ব্রজেন্দ্র নাথ গাইনের উপর সন্ত্রাসী হামলা এবং চট্টগ্রামের জুম্মচাদিগাহ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানজ্যোতি ভিক্ষুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অপপ্রয়াস, বরিশাল এর (বানারিপাড়া), জয়পুরহাট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমি দস্যু কর্তৃক সংখ্যালঘুদের পারিবারিক জমি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ (বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর অঙ্গ সংগঠন)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল শেষে সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ধনঞ্জয় দাশ ধনুর সভাপতিত্বে ও সামন্ত ধর এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ এর সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ-অর্থ সম্পাদক হারাধন দেব (প্রভাষ), সহ-শিল্প বাণিজ্য সম্পাদক অরিজিত রায় রাখু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ এর সহ-সভাপতি দিলীপ দে বিদ্যুৎ সেন, ভানুলাল দাস, শিমুল কুমার দাস, দীপেন আচার্য্য, পিংকু দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক, লিটন দেব, গোপাল চন্দ, সাংগঠনিক সম্পাদক প্রণত কান্ত দেব, অর্জুন রায় অজয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভাষ চক্রবর্তী রনি, অর্থ সম্পাদক ঝলক দেব, পরিবেশ সম্পাদক খোকন পাল, সহ-প্রচার সম্পাদক বিকাশ রঞ্জন মুন্ডা, সদস্য দেবাশীষ পাল, দীপক রবি দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিত দেব, বাপ্পি দাশ, অনিমেষ চক্রবর্তী, অরিন্দম বিশ্বাস, পার্থ সারথি দাস, বিলাশ দাশ (অজয়), অর্জুন বিশ্বাষ, টিটু পাল, মঞ্জু দাশ প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা দেশের সংখ্যালঘুদের উপর এই ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি