সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ এর আহ্বান

5

কুমিল্লা শহরের নানুয়ার দিঘীড়পাড় পূজা মণ্ডপে হিন্দু দেবতা হনুমানের কোলে পবিত্র কুরআন শরীফ রাখা নিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি মহল। আমরা সুনামগঞ্জ সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার দুপুরে অনলাইনে সর্বদলীয় সম্প্রতি উদ্যোগ সুনামগঞ্জ এর জরুরী সভা প্রধান উপদেষ্টা নুরুল হক আফিন্দির সভাপতিত্বে ও সমন্বয়কারী মিসবাহ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ যোগদেন। এ সময় তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ঘটনায় যাতে কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করতে একে অন্যের দোষ দিতে চেষ্টা না করেন সে দিকে নজর রাখতে হবে। ‘মুক্তিযুদ্ধের আলোকে যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন করতে আমাদের আরও সতর্ক হতে হবে। ‘এদেশে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করবো। এজন্য আমাদের মন-মানসিকতার পরিবর্তনের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনাও লালন করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের সামাজিক, প্রশাসনিক ও সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সবাইকে আন্তরিক হতে হবে।’
নেতৃবৃন্দ আজ শুক্রবার জুম্মাার নামাজের পর যাতে কোন মসজিদ থেকে মিছিল বের না হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে দেখা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হবে। সন্ধ্যার পর থেকে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জেলা নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটির সাথে মত বিনিময় করবেন। বিজ্ঞপ্তি