ধোপাদীঘিরপারে শ্রমিক সংঘর্ষের মামলায় জামিন পেলেন ১০ শ্রমিক

3
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা শাখা।

সিলেট নগরীর ধোপাদীঘিরপারস্থ হিউম্যান হুলার লেগুনা স্ট্যান্ড দখল নিয়ে চালক-শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ১০ জন শ্রমিক। গত ১৩ জানুয়ারি দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা নং-৪১। ঐ মামলায় ১০জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আসামীদের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।
(২৪ জানুয়ারি) আসামীরা আদালতে আবারও জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ১ আমলী আদালতের বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বাদাঘাটস্থ সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন ১০জন শ্রমিক।
জামিন প্রাপ্তরা হলেন, মো. সাহাবুদ্দিন, মো. আব্দুল নূর ইরন, মো: আব্দুল আজিজ দুলাল, মো: ইমরান আহমদ, মো: সাইফুল্লাহ, মো: নাছির উদ্দিন, শাহেদ আহমদ, মো: আব্দুল্লাহ, কয়েছ আহমদ পাশা, মো: নাজিম উদ্দিন।
জামিনে বের হওয়ার পর কারা ফটকে তাদের ফুল দিয়ে বরণ করেন হিউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং – চট্ট ১৩২৬ এর সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি