ফেরদৌসী খানম রীনা
বৈশাখ গেলো জ্যৈষ্ঠ এলো
দারুণ খবর নিয়ে,
ফলে ফলে ভরে দিলো তার
সুগন্ধি সুবাস দিয়ে।
জ্যৈষ্ঠ এলে নানান ফলের
হয় যে সমাহার,
আম, জাম, কাঁঠাল, লিচু
নানান ফলের বাহার
আরো আছে অনেক ফল
রসে ভরা তাতে,
জ্যৈষ্ঠ মাস মধুমাস বলে
সবাই একসাথে।
হরেক রকম ফল খেয়ে
ভরে সবার মন,
নানান ফলের সুবাসে
মেতে রয় সারাক্ষণ।
মধুমাসের ফল খেয়ে তৃপ্ত
সবার তপ্ত প্রাণ,
খোদাকে তাইতো বলে সবে
আল্লাহ মেহেরবান।..