জগন্নাথপুরে কম দামে চাল ও আটা কিনতে পেরে মানুষ খুশি

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ওএমএস এর বিশেষ কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দীর্ঘ প্রায় ২ মাস পর আবারো খোলা বাজারে সরকারি ভাবে চাল ও আটা বিক্রি উদ্বোধন হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।
২০ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের ৩টি ডিলারে ওএমএস এর চাল ও আটা বিক্রি উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুর রব। এ সময় খাদ্য নিয়ন্ত্রক অফিসের ইন্সপেক্টর ফাহিম আহমদ চৌধুরী, জগন্নাথপুর খাদ্য গুদাম কর্মকর্তা শিমলা রায়, প্রবীণ ব্যবসায়ী ডিলার সুশান্ত কুমার রায়, ডিলার হাসান আহমদ, ডিলার বশির আহমদ, ব্যবসায়ী আবু সুফিয়ান তালুকদার প্রমুখ।
এতে সরকারি ভাবে খোলা বাজারে জনপ্রতি ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চালের দাম রাখা হচ্ছে ৩০ টাকা। যা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। প্রতি কেজি আটার দাম রাখা হচ্ছে ১৮ টাকা। যা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। সরকার ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের অসহায় মানুষের মধ্যে চাল ও আটা বিক্রি করছে। এদিকে-কমদামে সরকারি চাল ও আটা কিনতে পেরে সাধারণ মানুষও খুশি হয়েছেন।