ছিন্নমূল পথশিশু ও হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। ২৮ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর কীনব্রীজস্থ ছিন্নমূল পথশিশু ও হতদরিদ্রদের মাঝে এসব খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।
খাবার বিতরণকালে বক্তারা বলেন, অসহায় মানুষরাও আমাদের মত রক্তেগড়া মানুষ। তাদেরও আমাদের মত জীবন-যাপনের অধিকার রয়েছে। তাই সমাজের সামর্থ্যশালীদের নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সব সময় দেশের মানুষের ন্যায্য অধিকার ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সকল নির্যাতিত মানুষদের সাহায্য সহযোগিতার হাত সব সময় সম্প্রসারিত ছিল এখনও বিদ্যমান। অতীতে সমাজের ছিন্নমূল পথশিশুদের মাঝে বইপত্র, খাতা কলম, স্কুল ব্যাগ সহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারবাহিকতায় আজকের এই আয়োজন। সংগঠনের সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সহযোগিতায় আজকে পথশিশু ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ একটি সময় উপযোগী উদ্যোগ। তাই আসুন আমরা সবাই অসহায়মানুষের সাহায্যে এগিয়ে আসি।
খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল কাদির, সহ সভাপতি মো. রুহুল রাজ্জাক চৌধুরী, বদরুল আলম, সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাছুম, যুগ্ম সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, ফারহান আহমদ সুয়েব, মহিলা বিষয়ক সম্পাদক মানষী চৌধুরী, সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমদাদুল হক ফাহিম প্রমুখ। বিজ্ঞপ্তি