তাহিরপুরের ৭ ইউনিয়নে নৌকা পেলেন যারা, বিদ্রোহী হবেন অনেকে

22

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সপ্তম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। সেই লক্ষ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন।
নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন- তাহিরপুর সদর ইউনিয়নে মোতাহার হোসেন আখঞ্জী শামীম, শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খয়ের, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিৎ সরকার, বালিজুরী ইউনিয়নে মোঃ আতাউর রহমান, বড়দল উত্তর ইউনিয়নে মোঃজামাল উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে মোঃ সুজাত মিয়া।
তাহিরপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ লক্ষ ৪২ হাজার ৫শত ৮৫ ভোটার রয়েছেন।
আগামী ১২ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৫ জানুয়ারি বাছাই ও ২২ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার এবং ৭ ফেব্রুয়ারী ভোটগ্রহণ।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে।
ঘোষণা তালিকায়, এবার বড় ধরনের চমক দেখিয়েছে আওয়ামী লীগ কিছু সিনিয়র নেতাদের মনোনয়ন না দিয়ে, নতুন ও তরুণ নেতাদের এবারের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে এ উপজেলার একাধিক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায়, কয়েকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীও থাকার আশঙ্কা রয়েছে।