চিনি বোঝাই ডিআই ট্রাকের ধাক্কায় গ্যাসফিল্ড কর্মকর্তা নিহত

0

মুরাদ হাসান, জৈন্তাপুর

সিলেট তামাবিল মহাসড়কে চিনি বোঝাই ডিআই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।
১৪ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুলের উমনপুর (গ্যাস ফিল্ড ৮নং কুপ) এর সম্মুখে ভারতীয় চিনি বোঝাই সিলেটমুখী দ্রæতগামী ডিআই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলা উমনপুর গ্রামের বাসিন্দা মৃত ঈসা মেম্বারের ছেলে মইনুল হুসেন আয়ানী। তিনি সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক (সার্ভিস) পদে কর্মরত ছিলেন।
স্থানীয় জনতা এগিয়ে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় দ্রæতগামী ভারতীয় চিনি বোঝাই ডিআই ট্রাকটি নিরাপদে পালিয়ে যায়।