গীতসুধার আয়োজনে রবীন্দ্র স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

8
সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতসুধার আয়োজনে নতুন বছরে রবীন্দ্র স্মরণ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীবৃন্দ।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতসুধার আয়োজনে নতুন বছরে রবীন্দ্র স্মরণ উপলক্ষে নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রিকাবাজারস্থ কবি নজরুল একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোহেনা দিপুর সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গীতসুধার পরিচালক প্রতীক এন্দ। অতিথি শিল্পী ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, অনিমেষ বিজয় চৌধুরী। নৃত্য সংগঠক হিসেবে ছিল নৃত্যশৈলী এবং এমকা। বিজ্ঞপ্তি