প্রস্তুত সিলেট, আজ আসছেন প্রধানমন্ত্রী

139

কাজিরবাজার ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে আজ শনিবার সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরকালে তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান এবং হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। এ ছাড়াও দুপুর আড়াইটায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
দেশের প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ সিলেট থেকে মাজার জিয়ারত করে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। মিত রয়েছে সিলেট-১ নির্বাচনী আসনে যে দল জয়লাভ করে। তারাই সরকার গঠন করে। যে কারণে প্রতিটি রাজনৈতিক দলের কাছে এই আসনটি যেমনি গুরুত্বপূর্ণ তেমনি মর্যাদাকর। তাই রাজনৈতিক দলগুলো এ আসনটি লাভ করতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠন সমূহ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগ থেকে আওয়ামীলীগ ও মহাজোটের মনোনয়ন পাওয়া প্রার্থীরা সর্বশক্তি দিয়ে প্রধানমন্ত্রীর সিলেট সফর ও জনসভা সফল করতে প্রস্তুতি শেষ করেছেন।