ওসমানীনগরে আ’লীগ-বিএনপির সমর্থিত প্রার্থীসহ মনোনয়ন দিলেন যারা

2

শিপন আহমদ ওসমানীনগর থেকে :
আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ওসমানীনগরে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন মোট ৪০৪ জন প্রার্থীরা। উপজেলার ৮ ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের ১১ জনসহ ৩৮জন চেয়ারম্যান প্রার্থী, ২৭৮ জন সাধারণ সদস্য ও ৮৮জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন দাখিল করেন। সোমবার ৩ জানুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপি সমর্থিত প্রার্থীসহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন, উমরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া। বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল হেকিম,এইচ এম রায়হান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী সুজাউর রহমান সুজা। সাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সায়েদ আহমদ ও গণফোরাম ঘরনার স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম কিবরিয়া। পশ্চিম পৈলনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রাথী হান্নান মিয়া, খেলাফত মজলিসের দলীয় প্রার্থী মো: সালমান আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজন আহমদ, আওয়ামী লীগ ঘরনার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হাফিজ এম এ মতিন গেদাই, স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী চৌধুরী। বুরুঙ্গা বাজার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকলাকুর রহমান আখলাক, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোজাহিদ আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামী লীগের বিদ্রোহী শানুর মিয়া, সুরমান হোসেন, সমজ্জুল হক আলকাছ। আওয়ামী লীগ ঘরনার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এমজি রাসুল (খালেক আহমদ) সহ তারই আপন ভাই খলিল আহমদ। গোয়ালা বাজার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী পীর মজনু মিয়া, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল কদ্দুস শেখ ও তাঁরই আপন ভাই আব্দুস শহিদ শেখ, বিএনপি ঘরনার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক। তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফয়ছল হোসেন সুমন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এনামুল হক এনাম পীর, ইমরান রব্বানী, আওয়ামী লীগের বিদ্রোহী অরুনোদয় পাল ঝলক, আওয়ামী লীগ ঘরনার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী।
দয়ামীর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিরণ মিয়া, আওয়ামী লীগের বিদ্রোহী জুবায়ের আহমদ শাহীন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এস টি এম ফখর উদ্দিন, নূর উদ্দিন আহমদ নুনু ও স্বতন্ত্র প্রার্থী জমির আলী, আওয়ামী লীগ ঘরনার স্বতন্ত্র প্রার্থী উস্তার মিয়া। উসমানপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ালি উল্যাহ বদরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী জুবায়ের আহমদ, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ মিসবাহ, বিএনপি ঘরনার স্বতন্ত্র শাহ জাকির আহমদ, আওয়ামী লীগ ঘরনার স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক। এছাড়া উপজেলার ৮ ইউনিয়নের ৭২ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৭৮ জন এবং ২৪টি সংরক্ষিত ওর্য়াডের সদস্য পদে ৮৮ জন মহিলা প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো ৩ জানুয়ারি। বাছাই ৬ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোট গ্রহন ৩১ জানুয়ারি।
ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েশ দুলাল জানান, সোমবার ৩ জানুয়ারী শেষ দিন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৩৮জন, সাধারণ সদস্য পদে ২৭৮ জন ও সংরক্ষিত মহিলা ওর্য়াডে ৮৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।