গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৯৬.৮৩%, জিপিএ-৫ পেয়েছেন ১৪১

26

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় পাসের হার ৯৬.৮৩%। গোলাপগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ৪৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৩৮ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪১টি।
এছাড়া মাদ্রারাসা শিক্ষা বোর্ডের অধীনে সমমান পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলায় ৮৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০০ জন শিক্ষার্থী। পাসের হার ৯৬.১৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজে ৩৫টি, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২১টি, এলবি গীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় ১৮টি, জামেয়া ইসলামিয়া ১০টি, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৩টি, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় ৬ টি, শাহজালাল আদশ উচ্চ বিদ্যালয় ৪টি, ফুলশাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ৪টি, সালাম মকবুল উচ্চ বিদ্যালয় ৪টি, তারা মিয়া খান ইন্টাঃ একাডেমি ৩টি, আল এমদাদ উচ্চ বিদ্যালয় ৩টি, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয় ১টি, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১টি, শাহজালাল একাডেমি ১টি, লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয় ১টি, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১ টি, পনাইরক উচ্চ বিদ্যালয় ১ টি, হাজী আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ১টি, মকবুল আহমদ একাডেমি ১টি ও বৃটিশ আইডিয়াল ইন্টাঃ হাই স্কুল ১ টি, ফুলাসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসা ১টি, মিরগঞ্জ মুজাহিরুল ইসলামি দাখিল মাদ্রাসা ১টি, বাগলা আরাবিয়া দাখিল মাদ্রাসা ১টি, কৈলাশ শাহানূর দাখিল মাদ্রাসা ১টি, ভাদেশ্বর খানম আহমদ বালিকা দাখিল মাদ্রাসা ২টি ও দরগা বাজার দাখিল মাদ্রাসা ২টি জিপি -৫ পেয়েছে । এছাড়া শতভাগ শিক্ষীর্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান গুলো মধ্যে রয়েছে মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়, সালাম মকবুল উচ্চ বিদ্যালয়, এলবি গীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়, তারা মিয়া খান ইন্টাঃ একাডেমি, ব্রিটিশ আইডিয়াল, ইন্টাঃ হাই স্কুল এবং মকবুল আহমদ একাডেমি,ভাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ফুসলাইন্দ দারুল কেরাত দাখিল মাদাসা, মিরগঞ্জ মুজাহিরুল ইসলাম দাখিল মাদাসা, ভাদেশ্বর খানম আহমদ বালিকা দাখিল মাদ্রাসা, হাজী আব্দুস সহিদ মহিলা আলিম মাদ্রাসা, পূব ফুলসাইন্দ মহিলা দাখিল মাদ্রাসা, দরগা বাজার দাখিল মাদ্রাসা, নোহাই দক্ষিনভাগ দাফিল মাদ্রাসা, কালিকিশনো পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা লক্ষনাবন্দ হুফাজে পুরান মহিলা দাখিল মাদ্রাসা। শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।