এসএসসিতে শতভাগ সাফল্য অব্যাহত রেখেছে মেজরটিলা স্কলার্সহোম

3
স্কলার্সহোম মেজরটিলা কলেজ এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সাথে শিক্ষকবৃন্দ সহ অন্যান্যরা।

স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রতিবারের মতো এবারও এসএসসি ২০২১ সালের পরীক্ষায় ৩৩টি এ প্লাসসহ শতভাগ পাসের কৃতিত্ব অব্যহত রেখেছে। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও শিক্ষকরা দারুণ উচ্ছ্বসিত।
এ প্লাস প্রাপ্ত হাইফা রহমান নামিয়া বলে আমার এ ফলাফল এর পিছনে আমার কলেজের শিক্ষকদের আন্তরিকতা ও আমার বাবা-মার ভূমিকা অনস্বীকার্য। এ প্লাস প্রাপ্ত সুলতান মুর্তুজা বলে স্কুলের নির্ধারিত সময়ের বাইরেও শিক্ষকগন আমাদের পড়াশোনার খোঁজ খবর নিতেন। এসএসসি ২০২১ পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করায় স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। এ ভালো ফলাফল অর্জনে কলেজের শিক্ষকদের অফলাইন, অনলাইন ক্লাস ও পরীক্ষার পূর্ব মুহূর্তে তিনটি মডেল টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে অধিকতর ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এবারের এসএসএসি ২০২১ পরীক্ষায় কলেজের ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে ৩৩ জন এ প্লাস ও ৩২জন এ গ্রেড পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়। বিজ্ঞপ্তি