বিজয়োল্লাস

12

বনশ্রী বড়ুয়া

বিজয় আসে বিজয় মাসে
স্মৃতির পাতায় কান্না,
স্বাধীনতার বুকে আঁকা হল
লাল সবুজের বন্যা।

বিজয় আসে মায়ের কোলে
যেন মনভুলানো হাসি,
শাপলা শালুক দুলছে ঝিলে
বাংলা তোমায় ভালবাসি।

বিজয় আসে শহর গ্রামে
রক্তে ভাইয়ের নাম,
প্রাণের দামে আসলো ঘরে
বাংলা নামের খাম।

বিজয় আসে খুশির ভেলায়
মুক্ত স্বাধীন দেশ,
জাতি ধর্ম নেই ভেদাভেদ
নেইতো দুঃখের রেশ।