কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার সকাল ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ১৫ আগষ্টের সকল কর্মসূচী প্রশাসনের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সবাইকে যথাযথ ভাবে পালনের জন্য আহ্বান জানান। জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) নুনুমিয়া লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিওফারগুশন নানকা, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জাপা নেতা আলা উদ্দিন মামুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আনিছুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মাহবুব, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুকুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, আ’লীগ নেতা আবুল বাশার উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও সুধীজন উপস্থিত ছিলেন।