এক হলো দিরাই প্রেসক্লাব, ৩১ মার্চ সম্মেলন

3

দিরাই থেকে সংবাদদাতা :
দ্বিধা বিভক্ত দিরাই প্রেসক্লাব একত্রিত করার লক্ষে শনিবার দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের উদ্যোগে এক সমঝোতা সভা মেয়রের দিরাইস্থ বাসায় অনুষ্ঠিত হয়েছে।
সমঝোতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাইর কৃতি সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নেছারুল হক খোকন।
সভার শুরুতে প্রধান অতিথি আহ্বান জানান একত্রিত হতে হলে প্রথমেই প্রেসক্লাবের সকল কমিটি বিলুপ্ত করতে হবে। প্রধান অতিথির আহ্বানে সবাই নিজ নিজ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর পর প্রধান অতিথি উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য আহ্বান জনান।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সামছুল ইসলাম সরদার, সুয়েব হাসান, জিয়াউর রহমান লিটন, একে কুদরত পাশা, ইমরান হোসেন, সামছুল আলম, আবু হানিফ চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, সরদার মোজাহিদুল ইসলাম, প্রশান্ত সাগর, মোশাহিদ, জুসেফ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুয়েব হাসানকে আহ্বায়ক সরদার মোজাহিদুল ইসলাম কে সদস্য সচিব, ইমরান হোসেন, আবু হানিফ চৌধুরী ও সৈদুর রহমান তালুকদারকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ৩১ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।