আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) মাজার শরীফ ওয়াকফ এস্টেটের খাদেম মোহাম্মদ আনছার মিয়া জানান, শুক্রবার ২৪ ডিসেম্বর বাদ জুম্মা ২টায় মাজারে গিলাফ চড়ানো, সারারাত জিকির আজকে রাত ৪ টায় শেষ মোনাজাত, বাদ ফজর (শিরনী) তবারক বিতরণ করা হয়।
তিনি জানান আজ শনিবার (২৫ ডিসেম্বর) ফযরের নামাজের পর মিলাদ ও শিরণী বিতরণের মাধ্যমে সম্পন্ন হবে।
সিলেট পীর মঞ্জিল শাহ পরান (রহঃ) দরগাহ্-ই -আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) কদ্রিছ শাহ ওরফে কন্যা শাহ (রহঃ) ৩৩তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক এর প্রথম দিনে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মাজার প্রাঙ্গণে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফজরের পর থেকে গিলাফ ছড়ানো, কোরআনে খতম হয়েছে। বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর বাদ জোহর মিলাদ মাহফিল, খতমে কুরআন খতমে সফিনা ও বিশেষ মোনাজাত এবং সারারাত জিকির-আজকার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও শুক্রবার (২৪ডিসেম্বর) আলহাজ্ব হযরত শাহ আব্দুল মতিন (রহঃ) কদ্রিছ শাহ ওরফে কন্যা শাহ সাহেবের মহাপবিত্র ৩৩ তম বাৎসরিক ওরস মোবারকে সারাদেশ থেকে হাজার ভক্ত আশেকানরা এসছেন। বিজ্ঞপ্তি