যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে -মশিউর রহমান এনডিসি

5

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারে সমবায় বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীগণের সাথে মতবিনিময় সভা ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসি।
২৪ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর আয়োজনে আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ উপনিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তর যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. মেহেদী হাসান, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ হাসিবুর রহমান মোল্লাহ, মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।
সভায় অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার সমবায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব মশিউর রহমান এনডিসি বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন কিছু চিন্তাভাবনা করতে হবে। নতুন স্বপ্ন দেখতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে, তবেই দেশ উন্নত শিখরে পৌঁছবে।