সিলেটে গার্ল গাইডস এসোসিয়েশনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

13
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “মুজিব শতবর্ষ ও মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী” ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে “আমরা তোমাদের ভুলবা না” সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে গার্ল গাইডস সদস্যবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “মুজিব শতবর্ষ ও মহান বিজয়ের সূবর্ণ জয়ন্তী” ৫০ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে “আমরা তোমাদের ভুলবা না” সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় রিকাবীবাজাস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ’র সভাপতিত্বে ও শিক্ষিকা পূর্ণিমা দাশ তালুকদারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সৈয়দা জেবুন্নেছা হক, রোটারিয়ান আতাউর রহমান পীর পিডিজি, ফিরোজা রহমান, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, শাহানা বেগম, ফেরদৌস আরা বেগম, ক্ষিপ্রা দেব, শারমিন সুলতানা, সালমা বাছিত, আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি