দিরাই থেকে সংবাদদাতা :
বাড়ির সীমানাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জালাল উদ্দিন (৩৫) নামক এক ব্যক্তি খুন হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালীতুপা গ্রামের ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন ও একই গ্রামের মাহবুড় রহমানের মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় বাড়ির সীমানা নিয়ে ঝগড়া হয়। এতে জালাল উদ্দিন বুকের পাজরসহ শরীরের নানা অংশে আঘাত পান। আহত অবস্থায় তাকে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে তিনি সেখানেই মৃত্যু বরণ করেন।
দিরাই থানার ওসি মোঃ বায়েস আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আনিয়া আক্তার (৮) নামে এক বালিকা খুন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার ৩ দিন পূর্বে বালিকার বাবা লুৎফুর রহমানের সাথে পাশের বাড়ির সফর আলীর পুত্র মুজাহিদ উদ্দিন (২৪) এর ঝগড়া হয়। এর জের ধরে বুধবার বিকেলে মোজাহিদ পিতামাতার অবর্তমানে বসতঘরে অনধিকার প্রবেশ করে বালিকাকে নাজেহালের এক পর্যায়ে ছুরিকাঘাত করলে মেয়েটি সঙ্গে সঙ্গেই মারা যায়। বালিকারা আর্ত চিৎকারে মহল¬ার লোকজন ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ছুটে এসে খুনী মুজাহিদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। ধর্মপাশা থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মুজাহিদ বালিকাকে খুন করার কথা অকপটে স্বীকার করেছে।