বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
অপরিচ্ছন্ন রেষ্টুরেন্ট, পণ্যের মুল্য তালিকা নেই, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহার করায় বিশ্বনাথের আমতৈল বাজারে সাত প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জারিমানা করা হয়। এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশ্বনাথ থানার একদল পুলিশ সদস্য তার সঙ্গে ছিলেন।
ভিযানকালে আমতৈল বাজারের ‘ভাই ভাই রেষ্টুরেন্ট’ থেকে ২ হাজার টাকা, ‘মিম টেলিকম’ থেকে ২ হাজার টাকা, ‘আহমদ ষ্টোর’ থেকে ৩ হাজার টাকা, ‘রুহান রেষ্টুরেন্ট’ থেকে ১,৫০০টাকা, ‘আহমদ ভেরাইটিজ ষ্টোর’ থেকে ১,৫০০টাকা, ‘ছালেহ আহমদ’ চালের দোকান থেকে ২ হাজার টাকা ও মুরাদ ষ্টোর থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।