স্টাফ রিপোর্টার :
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালযয়ের উদ্যোগে সারাদেশে গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন।
তারই ধারাবাহিকতায় সোমবার ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশ’র আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট, আঁখি আলমগীর, পিন্টু ঘোষ ও সজল। শুরুতে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পিন্টু ঘোষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত মঞ্চে গান পরিবেশন করছেন কন্ঠ শিল্পী সজল।
এদিকে গানের সাথে সাথে পুরো স্টেডিয়ামে মোবাইলের বাতির আলোতে হাত উঠিয়ে তাল মিলাচ্ছেন দর্শকরা।