স্টাফ রিপোর্টার :
নগর জীবনে যানজট যেনো এক নিত্যসঙ্গী। একেতো রাস্তা খুঁড়াখুঁড়ি অপর দিকে সড়কগুলোতে হকারের আধিপত্য। এমন পরিস্থিতিতে মানুষের চলাচল পুরোধমে কঠিন হয়ে পড়েছে। সোমবার ২০ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরীর তালতলা পয়েন্ট থেকে মিজাজাঙ্গার, তালতলা থেকে জিতু মিয়ার পয়েন্ট ও সুরমা পয়েন্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় স্থায়ী এ যানজটের কারণে আটকা পড়েন জরুরী কাজে বের হওয়া মানুষ।
এমন পরিস্থিতিতে এ সড়ক দিয়ে যাতায়াতরত সিলেট প্রতিদিনের প্রধান আলোকচিত্রী মোঃ আজমল আলী ও আলোকচিত্রী রেজা রুবেল গাড়ি থেকে নেমে যানজট নিরসনে সড়কের শৃংখলা রক্ষার কাজে লেগে যান। বেশ কিছু সময় কাজ করে তারা অনেকটা যানজট নিরসনে করে নিজেদের কাজে ফিরেন।
এ বিষয়ে ২ সংবাদকর্মী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে কোন ট্রাফিক পুলিশ না থাকায় প্রায়ই যানজট লেগে থাকে। তারা নগরীর যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে আরও উদ্যোগী হওয়ার আহবান জানান।