মৌলভীবাজারে ২৪ জন মুক্তিযোদ্ধার স্মরণে শহীদ দিবস পালিত

9

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
১৯৭১ সালে এই দিনে (২০ ডিসেম্বর) মৌলভীবাজারে পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরণে ২৪ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে।
সোমবার ২০ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরণে নিহত শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকের সম্মুখে পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার সহ বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তাবৃন্দ।
পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।