বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন – এডভোকেট মিসবাহ সিরাজ

9
৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় একটি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার ছিল অবিচল। শৈশব থেকে আমৃত্যু তিনি মানবাধিকারের প্রতি নিবেদিত ছিলেন। মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক মুক্তির জন্য বারবার কারাবরণ করেছেন। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের মধ্যে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে একযোগে কাজ করে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সমর্থ হবো, ইনশাআল্লাহ।’
৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে চিত্রাকংন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি এম আসাদুজ্জামানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মো: সাজ্জাদুর রহমান এবং আশিকুর রহমান রব্বানীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. দিলীপ কুমার দাশ চৌধুরী, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার, সিলেট মহানগরের সভাপতি মো: বশির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক চিত্রাংকন কমিটির মো: বেলাল উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত বর্মণ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সভাপতি এডভোকেট মোহাম্মদ ইয়াহ্ইয়া, সাংবাদিক এম এ মতিন, রুহিন চৌধুরী ফরহাদ, সাংবাদিক খালেদ মিয়া, আনোয়ার ইকবাল চৌধুরী, রুনা সুলতানা, ইউসুফ সেলু, মো: আব্দুর রহিম তালুকদার প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মো: এহিয়া। বিজ্ঞপ্তি