জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে আগাম বৈশাখিতে বোরো ধান গোলায় তোলা নিয়ে উপজেলার হাওরাঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে। আর মাত্র কয়েক দিন পর পুরোদমে ধান কাটা শুরু হয়ে যাবে। তাই আগে থেকেই সব ধরণের সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় কৃষকদের মধ্যে অনেকে জানান, এবার জগন্নাথপুরে বাম্পার বোরো ফলন হয়েছে। এর মধ্যে ব্রি-২৮ জাতীয় আগাম জাতের ধান আংশিক কাটা শুরু হয়ে গেছে। যদিও খরায় এসব ধানের কমবেশি ক্ষতি হয়েছে। তবে ব্রি-২৯ জাতের ধান আরো সপ্তাহ ১০ দিন পর কাটা শুরু হবে। তাই আগাম বৈখাখি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হচ্ছে ধান কাটার শ্রমিক ও ধান কাটার মেশিন। সেই সাথে ধান কাটার কাস্তে, ধান শুকানোর জন্য খলা তৈরি, ত্রিপাল, টুকরি সহ সব ধরণের সরঞ্জাম কেনার ধুম চলছে। দোকানিরাও সব ধরণের সরঞ্জাম নিয়ে হাট-বাজারে পসরা সাজিয়ে বসেছেন। এ বিষয়ে ৩ এপ্রিল রবিবার জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আনছার মিয়া সহ অনেকে জানান, বৈশাখে ধান গোলায় তুলতে ছোট-খাটো সব ধরণের সরঞ্জাম বিক্রি ভালো হচ্ছে। প্রতি বছরের বৈশাখ মৌসুমে বেচা-কেনার হিড়িক পড়ে। আমরাও বেশি করে এসব মালামাল আমদানি করে থাকি।
এদিকে-জগন্নাথপুর উপজেলার নদ-নদীতে পাহাড়ি ঢলের পানি এসেছে। জমির ধান এখনো পাকেনি। এর মধ্যে যদি অকাল বন্যায় হাওর তলিয়ে যায়। নদীতে পানি দেখে এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। তাই জমির ধান কিছুটা পেকে গেলে কাটার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। যদিও এখন পর্যন্ত কোন বিপদজনক পরিস্থিতি হয়নি।