শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম আবির্ভাব বর্ষ-স্মরন মহোৎসব ও ঠাকুরের শ্রী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত (২৩ সেপ্টেম্বর) শুক্রবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবন, সিলেট জেলা শাখা উদ্যোগে সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেন্দ্র নারায়ণ তালুকদার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটে বসবাসরত ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান আজমেরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রোাস্টের ট্রোাষ্টী পি.কে চৌধুরী, বাংলাদেশ সড়ক বিভাগ, সিলেটের তত্ত্বাবধায়ক উৎপল সামস্ত, প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কুমার তালুকদার, প্রতিঋত্বিক (ভারত) প্রীতি গোপাল দত্ত, নির্বাহী সম্পাদক (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা (এসপিআর), সহ-সচিব ঋত্বিক পরিষদের সহ প্রতিঋত্বিক নিরঞ্জন দেবনাথ, উন্নয়ন কমিটি কেন্দ্রীয় সৎসঙ্গের চেয়ারম্যান কমল সেন, কেন্দ্রীয় সৎসঙ্গের সহ প্রতিঋত্বিক তাপস চন্দ্র বর্মণ, স্বরুপ চন্দ্র দাস, সুখেন্দু বিশ্বাস, ননী ভূষণ দত্ত (পানু), উত্তম ঘোষ, সুদেব ঘোষ, সজিব কুমার সিংহ রুবেল, সৌমিত্র মজুমদার পলাশ, হিরন্ময় ঘোষ, কালীপদ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি