রুশো আরভি নয়ন :
মানুষ গুলো পণ্য হলো
পাচ্ছি নিত্য খোঁজ,
টাকার কাছে হচ্ছে নত
যাচ্ছে বিকে রোজ।
মধুর বুলি বলছে তারাই
অন্তরে রেখে বিষ,
আগুন মুখে দিচ্ছে ঠেলে
দিচ্ছে বসে শিস।
লাগামছাড়া তেল দিচ্ছে
বাড়াতে বাজার দাম,
চোখ থাকতেও অন্ধ তারা
আয়েশে তুলছে হাম।
ওপরে রাঙা ভেতর কালো
আস্ত মাকাল ফল,
মনুষ্যত্বহীন মানুষ এরাই
নর্দমার ওই জল।