সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা প্রশ্নে ঐতিহাসিক ৭ নভেম্বর একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে তখনই দেশপ্রেমিক জনতা রুখে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার ক্ষমতার লোভে দেশকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের কল্যাণের পরিবর্তে আওয়ামী লীগ এখন মানুষের দুর্ভোগ সৃষ্টির খেলায় মেতে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার চরমভাবে ব্যর্থ হয়ে এখন জ¦ালানী তেল ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। এই জালিম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষায় শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ৭ নভেম্বরের বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।
তিনি রবিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, অএডপকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক ধর্ম সম্পাদক আল মামুন খান, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, ছাত্রদল নেতা এমাদ উদ্দিন, আব্দুল মুকিত, খালেদুর রহমান সানি, আফসর আহমদ, আলী আহমদ, ইনজামামুল হক, তারেক আহমদ, আব্দুল মজিদ, মুরাদ আহমদ, সামছুদ্দিন, মোঃ জনি প্রমুখ।
এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভা দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব।
আলোচনা সভায় বক্তারা বলেন ঐতিহাসিক ৭ নভেম্বর ছিলো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রথম বিপ্লব। সিপাহী জনতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যে দায়িত্ব জনগণ দিয়েছিলো, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে রক্ষা করেন। ৭ নভেম্বরের ঘটনা আজো আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শক্তি ও প্রেরণা যোগায়। ৭ই নভেম্বর আমরা শপথ নিলাম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, দেশে জনগণের নির্বাচিত সরকারের শাসন, গণতন্ত্র ফিরিয়ে আনবো এবংদেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিপ্লব ও সংহতি দিবস পুনরাজ্জিবীত করা হবে।
মহানগর বিএনপি নেতা আশরাফ আলীর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ খসরু, মহানগর বিএনপির সদস্য নাজমুল ইসলাম, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর বিএনপি নেতা কামাল হাসান জুয়েল,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল, জাহাঙ্গীর আলম প্রমুখ। সভাপতির বক্তব্যর পূর্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালি পংকি’র সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ। বিজ্ঞপ্তি