কানাইঘাটের ৯টি ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

7

কানাইঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশ নিবার্চন কমিশন র্কতৃক ঘোষিত ৫ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পরই নির্বাচনকে সামনে রেখে ৯ টি ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সহ ইউপি সদস্যরা নির্বাচনী এলাকায় তৎপর হয়ে উঠেছেন। চেয়ারম্যান ও সদস্য পদের অনেক প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিন গতকাল সোমবার মনোনয়ন পত্র সংগ্রহ করতে দেখা গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৭ ডিসেম্বর মঙ্গলবার, বাছাইয়ের তারিখ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর বুধবার ও ভোট গ্রহনের তারিখ আগামী ৫ জানুয়ারি বুধবার নির্ধারন করা হয়েছে।
জানা গেছে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলার ৪ টি অফিসের কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ও সাতবাঁক ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোপাল সূত্রধর, ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম, ৩নং দীঘিরপার পূর্ব ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: এমদাদুল হক, ৫নং বড়চতুল ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল, এবং ৯নং ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন মো: জিলানী। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে স্বস্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, ওয়ার্ডের পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ, দাখিল ও প্রত্যাহার করার জন্য আহবান জানানো হয়েছে। এদিকে উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচনের দলীয় মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।
জানা গেছে সোমবার কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহসভাপতি জামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল আম্বিয়া সহ নেতৃবৃন্দের কাছ থেকে দিনভর কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৯টি ইউনিয়নের ১৭ জন প্রার্থী। দলীয় মনোনয়ন পত্র আজ মঙ্গলবার পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানিয়েছেন। এছাড়া আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রয়ী কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।