যাদুকাটায় স্রোতের কবলে পড়ে খেয়া নৌকার মাঝি নিখোঁজ

10

বাবারুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে ভারতীয় সীমান্ত নদী যাদুকাটায় পাহাড়ি ঢলের স্রোতের কবলে পড়ে হারিছ মিয়া(৩৮) নামে খেয়া নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা গ্রামের নুর ইসলামের ছেলে। সোমবার (৩১ মে) সকালে বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীর খেয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে যাদুকাটা নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢল নামতে শুরু করে। প্রবল স্রোত ও বৃষ্টির মধ্যেই বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীতে চার থেকে পাঁচজন যাত্রী নিয়ে খেয়া পাড়ি দিচ্ছিল মাঝি হারিছ মিয়া। এক পর্যায়ে বাতাসের প্রবল বেগ ও পানির গ্রোতের কবলে পড়ে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। অবস্থা বেগতিক দেখে নৌকায় থাকা যাত্রীরা স্রোতের পানিতে লাফ দিয়ে সাঁতরে ওপারে কিনারায় পৌঁছুতে পারলেও মাঝি হারিছ মিয়া গ্রোতের কবলে ভেসে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার জানান, নিখোঁজ মাঝির উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।