সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর কনফারেন্স হলে ক্যাপ্টেন এক্সপ্রেস বাংলাদেশ প্রা: লি: এবং দেশ ট্রেডার্সের যৌথ উদ্যোগে এক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সিলেটের আমদানীকারক ও পাইকারী বিক্রেতাদের লজিস্টিক সমাধান দেওয়ার জন্য ২০২২ সালের শুরুর দিকে সিলেটে একটি শাখা অফিস দেওয়া হবে। যার মাধ্যমে চায়না থেকে বাণিজ্যিকভাবে আকাশ ও নদী পথে পণ্য আমদানীর জন্য থাকছে কুরিয়ার সার্ভিস। ক্যাপ্টেন এক্সপ্রেস বাংলাদেশ প্রা: লি: এর প্রধান অফিস হচ্ছে চায়না শেনঝেন এবং ঢাকা অফিস প্রগতি স্মরণী। ২০২১ সালের আগষ্ট মাসে যাত্রা শুরু করে ক্যাপ্টেন এক্সপ্রেস বাংলাদেশ প্রা: লিমিটেড চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশে শাখা রয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, মাল্লীপ, রাশিয়া ইত্যাদি দেশে সেবা সমুহের মধ্যে রয়েছে সোর্সিং ফ্রম চায়না, শিপমেন্ট প্রসেস, ডোর টু ডোর ডেলিভারি, ট্রাকিং সিস্টেম।
এসএমসিসিআই এর পরিচালক মোয়াম্মির হোসেন এর পরিচালনায় কর্মশালার মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ক্যাপ্টেন এক্সপ্রেস বাংলাদেশ প্রা: লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর নিয়াজ আহমেদ হাসিব, ম্যানেজার মহাসাগর মালবাহী মো: শাওন সাদ্দাম, সহকারী ব্যবস্থাপক এয়ার ফ্রেইট মো: ইসমাইল হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন,এসএমসিসিআই প্রাক্তন পরিচালক সাব্বির আহমদ চৌধুরী, সিলেট ট্রেডিং এজেন্সি এর ম্যানেজিং পার্টনার এজাজ আহমদ চৌধুরী, বাংলাদেশ কোল ট্রেডার্স এসোসিয়েশন এর সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী (এনাম), সিলেট উইমেন্স চেম্বারের সহ-সভাপতি লুবানা ইসলাম, এসএমসিসিআই এর সদস্য মো: জহির হোসেন, মো: মঈনুল ইসলাম মঈন, জয়নাল আহমদ রানা, মো: ওয়ালি উল্লাহ, মো: মাহবুবুর রহমান, জিহা ফ্যাশন এর মিসেস আম্বিয়া খাতুন, রাফি এন্টারপ্রাইজ এর জান্নাতুল ফেরদৌস, রাসেল এন্টারপ্রাইজ এর রাসেল আহমদ, আব্দুল মমো, ট্রেড ইন্টারন্যাশনাল এর লোকমান আহমদ, বেগবাজার এর ফয়েজ আহমদ, জিএমজি এয়ার কার্গো এর অফিস সহকারী শাহীন আহমদ রেজা, ঘাসফুল এর জাহেদ আক্তার চৌধুরী, সাকিল আহমদ, বিসমিল্লাহ ট্রেডার্স এর আহমেদ এহিয়া, নাগরীমার্ট এর পার্টনার এস এম মাসুদুর রহমান, নাগরীমার্ট এর সিইও রিয়াজ মোর্শেদ সহিদ, সফটজেন্ড এর সিইও বিধুপদ দেব, পায়রা সাইবার ক্যাফে এর মুফিজ আব্দুল কাহির, ফেমাস ড্রাগস এর মেহরাব,পারভেজ মাহমুদ অপু, মিঠু প্রমুখ। বিজ্ঞপ্তি