স্টাফ রিপোর্টার :
নগরীর চৌহাট্টায় মহানগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত সদস্যদের উপর হামলার ঘটনায় আটককৃত ৫ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এর আগে গত রবিবার ৭ নভেম্বর সন্ধ্যায় নগরীর চৌহাট্টায় পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মহানগর পুলিশের বিশেষ শাখায় কর্মরত নায়েক মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে এসএমপির কোতোয়ালী থানায় মামলা (৩০/৭/১১/২০২১) দায়ের করেন।
আসামীরা হলেন, জালালাবাদ থানার পল্লবী এলাকার শেখ রিফুল ইসলামের পুত্র ইয়াছিন আরাফাত (২১), শেখঘাট কলাপাড়া, বশির মঞ্জিলের হাজী ছমরু মিয়ার পুত্র সালেহ আহমেদ রাফি (২১), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর নবীনগর এলাকার মোঃ শফিকুল ইসলামের পুত্র ইমাম হাসান রিয়াদ (২০), নগরীর দাড়িয়াপাড়া (মেঘনা। ১১৫) বাসার সুব্রত রায় চৌধূরীর পুত্র সৈকত রায় চৌধুরী (২১), ওসমানীনগর থানার জায়ফরপুর এলাকার মৃত শফিক উল্লাহর পুত্র আবদাল মিয়া (৩৫)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের গতকাল সোমবার পুলিশের উপর হামলার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।