কুলাউড়া থেকে সংবাদাতা :
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১ ও ২ নয় ওয়ার্ডের পাঁচ টি গ্রামের প্রায় ৫শ পরিবার ৫দিন থেকে বিদ্যুৎ বিহীন ভাবে বসবাস করছেন। গত ১৫ এপ্রিল সোমবার সকালে কাল বৈশাখী ঝড় তুফানে কোনাগাঁও এলাকায় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কোনাগাঁও, চকেরগ্রাম, লামাপাড়া, দক্ষিণপাড়া, নবীনগর, হরিনগর গ্রাম গুলো।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চলিত এইচ এস সি পরীক্ষার্থীদের পড়া লেখা ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় বয়স্ক, শিশুসহ জনসাধারণ দুর্বিষহ গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কুলাউড়া বিদ্যুৎ অফিসে বার বার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যাওয়ার বিষয়ে অবিহিত করলে এখনও কোনো সাঁড়া পাওয়া যায় নি। এমতাবস্থায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওই এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগ পাহাচ্ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন জানান, বিদ্যুৎ বিহীন এসব এলাকায় দ্রুত সংযোগ দেয়ার জন্য বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। কিন্তু তাদের জনবল কম থাকায় আরো ৩/৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন জানান, কাজ চলছে, ঝড় তুফান অব্যাহত থাকায় ও জনবল সংকটের কারণে কাজ শেষ হতে আরো কয়েক দিন লাগতে পারে।