হিন্দু ধর্মাবল্বীদের ধর্মীয় প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী সিলেট নগরীর মিরাবাজারস্থ বলরাম আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় পরিবার সহ পরিদর্শন করেন সিলেটে অবস্থানরত ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল।
পরিদর্শনকালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মন্ডবগুলোতে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিলেটের সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল এর সহধর্মিনী নিতা জয়শওয়াল, সার্ব্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়াণ পুরকায়স্থ বনি, প্রতিষ্ঠাতা সদস্য সুদীপ পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সহ-সভাপতি নিতীশ রাউত, সহ-সাধারণ সম্পাদক বিজয় ভূষণ ধর, সৌমিত্র চৌধুরী শ্যাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা। বিজ্ঞপ্তি