মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মূল্য তালিকা না রাখায় তিন দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন হাটবাজার ও দোকান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং করার সময় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনৈতিকভাবে বাড়িয়ে বিক্রি করা, মূল্যতালিকা না রাখা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মসজিদ রোডে অবস্থিত ফারুক স্টোরকে ১ হাজার টাকা, আলিম স্টোরকে ২ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত মনাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।