হবিগঞ্জে প্রাইভেট ক্লিনিক ও এক ডাক্তারকে ৩৫ হাজার টাকা জরিমানা

6

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে অন্য চিকিৎসকের পরিচয়পত্র ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় একটি প্রাইভেট ক্লিনিক ও একজন ডাক্তারকে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে র‌্যাব-৯ ও প্রশাসনের যৌথ অভিযানে তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও হবিগঞ্জে সহকারী কমিশনার ভূমি মো. ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে শহরের মুন জেনারেল হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। এ সময় হাসপাতালের নিয়োগকৃত ডা. তাসনিমা সুলতানা অন্য একজন ডাক্তারের পরিচয়পত্র ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন বলে প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার এবং ডা. তাসনিমা সুলতানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে মেজর মাহফুজুর রহমান তার প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।