জৈন্তাপুরে ৫ ব্যবসা-প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

7

স্টাফ রিপোর্টার :
প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা প্রদান না করিবার অপরাধে জৈন্তাপুরে ৫টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরে তাদেরকে এ জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, রবিবার দুপুর ১টা হতে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং এএসপি তুহিন রেজা ও মোঃ আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর নেতৃত্বে জৈন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় জাহাঙ্গীর ষ্টোরকে ২ হাজার টাকা, শহীদ ষ্টোরকে ২ হাজার টাকা, সিদ্দিক এন্ড ট্রেডার্সকে ৩ হাজার টাকা, কবির ভ্যারাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, ও শ্যামল ষ্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট তাদেরকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।