খাদিমে টিলা কাটার দায়ে এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় টিলা কাটার অভিযোগে নগরীর উপশহরের বাসিন্দা শফিক শাহজাহান মিয়াকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকার লিলাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর। এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল আজিজের নেতৃত্বে একদল পুলিশ এসময় সাথে ছিলো।
জানা যায়, গতকাল রবিবার সকালে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তারের নির্দেশে টিলা পাড়াস্থ শফিক শাহজাহান মিয়ার টিলায় তদন্তে গিয়ে টিলা কাটার সত্যতা পান ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা অসিত বরন দাস ও অফিস সহায়ক মো. খোরশেদ আলম। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিলা কাটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি পরিবেশ অধিদপ্তর সিলেটকে ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানান।
পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আলমগীর রবিবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিলা কাটার অপরাধে নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা শফিক শাহজাহান মিয়াকে ৪ লাখ টাকা জরিমানার আদেশ দেন।