বনশ্রী বড়ুয়া :
নিরবতার নিজস্ব কিছু ভাষা থাকে,
থাকে টুংটাং চামচের শব্দ, চুড়ির রিনিঝিনি।
কৃষ্ণচূড়া লাল বাঁশরীর বাঁশি
মায়াবী এক সুর!
হৃদ কম্পনও চুপচাপ টের পাওয়া যায়,
অসংখ্য গোপন ভাষা,
ঠোঁটের নড়াচড়া বিহীন পৌঁছে যায় অন্য চৌকাঠে।
কি আশ্চর্য ক্ষমতা নিরবতার!
স্রোতের মত ভেসে ফের আচঁড়ে পরে কান্না,
পাখির পালক ছুঁয়ে বুনো আদর
খোঁজে ক্লান্ত পথ।
কখনও বুনোফুল
কখনও বুনোটে হাঁসফাঁস ছুঁয়ে দেয় বুকের নরম মাটি।