সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা শিল্পকলা একাডেমী সিলেট। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে ২৬ মার্চ সকাল ৭:৩০টায় একাডেমীর প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সন্ধ্যা ৬টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ। সাংস্কৃতিক পর্বে রয়েছে দেশের গান, স্বাধীন বাংলা ও গণজাগরণের গান, জারি গান, নৃত্যালেখ্য, দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, একক ও সম্মেলক সংগীত। আয়োজিত অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি