পল্লীবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবক পার্টিকে ভ্যানগার্ড হিসেবে কাজ করে যেতে হবে – এহিয়া

4
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নবগঠিত সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বেচ্ছাশ্রম, অর্থনৈতিক মুক্তি ও ইসলামি মূল্যবোধ শ্লোগানে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ যাচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিকে পল্লীবন্ধুর আদর্শে আজীবন হতদরিদ্র্যের পাশে থেকে কাজ করে যেতে হবে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি।
তিনি শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর তালতলাস্থ একটি হোটেলের কনফারেন্স হলে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নব গঠিত সিলেট জেলা ও মহানগর আহবায়ক কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেন, জাতীয় পার্টির আমলে ন্যায় বিচার নিশ্চিত ছিলো। জাতীয় পার্টির শাসনকালে ধর্ষণ ও নারী নির্যাতন ছিলোনা। জাতীয় পার্টির শাসনকালে মানুষ শান্তিতে ছিলো, নিরাপদে ছিলো বলেই দেশবাসী এখন জাতীয় পার্টির অপেক্ষা করছে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম. মুর্শেদ খানের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব এম. বরকত আলী এবং মহানগর সদস্য সচিব ইমরান আহমদের যৌথ পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, মহানগর মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী, জাতীয় যুব সংহতি মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক রিমন আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শাহ আলম।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, এস এম শামীম, জাহাঙ্গীর আলম মেম্বার, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, জুনেদ আহমদ, আজাদ আহমদ, রুবেল আহমদ, জেলা জাতীয় যুব সংহতি নেতা আব্দুল কাদির, দেলোয়ার হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে কামরুল ইসলাম, এমরান আহমদ লিংকন, আরজু মিয়া, তিতাস খান, আব্দুর রহিম, আমিনুল ইসলাম, সাগর আহমদ, কামাল আহমদ তালুকদার, শাহাব উদ্দিন আহমদ, নজির আহমদ রওশন, কাজল মিয়া, শিহাব আহমদ, হানিফ আহমদ, বাদশা, সাগর, রমজান, ফরিদ মিয়া, জাকির হোসেন, কামরুল হক, জুয়েল আলী, জিল্লুর রহমান জিলু, রাজন আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রহিম, আকাশ আহমদ, সুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি