বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুলে রবিবার বিকেলে নতুন প্রযুক্তির আউশ ধানের (ব্রি ধান ৮৩) মাঠ দিবস অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নতুন জাতের উৎপাদিত আউস ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী। পরে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমদ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, শেফারুন আক্তার, বিপুল দাস প্রমুখ।
উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে পরীক্ষামূলকভাবে আউশ ধানের প্রদর্শনীর আওতায় গাংকুল গ্রামের কৃষক মো. আছির আলীকে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নতুন জাতের ব্রি ধান ৮৩ জাতের বীজ, কীটনাশক, ছত্রাকনাশক রাসায়নিক সার ও পরিচর্যা বাবত অর্থ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, নতুন উদ্ভাবিত খরা সহনশীল ও স্বল্প মেয়াদি ব্রি ধান ৮৩ জাতটি বছরে ৩ মৌসুমেই ফলানো যায় এবং কৃষকরা বেশি লাভবান হবেন। পরীক্ষামূলকভাবে সৃজিত প্রদর্শনীতে ভালো ফলন পাওয়ায় কৃষকের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। কৃষিবিভাগ নতুন এ জাতের ধানের আবাদ সম্প্রসারণের পরিকল্পনা করেছ।