সিলেটের বরেণ্য আলেম, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার শায়খুল হাদীস জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা, আহলে সুন্নাত ওয়াল জামায়াত গোলাপগঞ্জের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল আজিজ (বাঘার হুজুর) হার্ট অ্যাটাক করে বর্তমানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে (সিসিইউতে) আছেন। তিনি হাসপাতালের ৫ তলার সিসিইউতে চিকিৎসাধীন আছেন। মাওলানা আব্দুল আজিজ বাঘার হুজুরকে দেখতে শুক্রবার (৩০ আগষ্ট) বিকেলে হাসপাতালে যান জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ।
নেতৃবৃন্দ হুজুরের পাশে কিছু সময় কাটান, তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ জানান- মাওলানা আব্দুল আজিজ বাঘার হুজুর দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কয়েকদিন থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা হুজুরকে গতকাল বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হুজুরের সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেছেন আজাদ দ্বীনি এদ্বারায়ে তা’লীম বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড) এর সভাপতি আল¬ামা শায়খ জিয়া উদ্দিন। বিজ্ঞপ্তি