টিলা কাটার দায়ে কালাগুলে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

15

স্টাফ রিপোর্টার :
শহরতলীর কালাগুলে টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে তাকে এ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এর দিক নির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার কালাগুল এলাকায় অভিযান চালায়। এ সময় এয়ারপোর্ট থানার পাইকপাড়া কালাগুল গ্রামের মিন্টু চন্দ্র পালের পুত্র গোপাল চন্দ্র পালকে (২৫) আটক করা হয়। পরে পুলিশ পরিবেশ অধিদপ্তর, সিলেট-এ সংবাদ প্রদান করলে সিলেট সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার অপরাধে গোপাল চন্দ্র পালকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত/২০১০) এর ১৫/১ ধারার ৬/খ লঙ্ঘন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।